Walton
ads
D Diamond

কুবিতে গণিত উৎসব অনুষ্ঠিত

কুবি থেকে তোফাজ্জল হোসেন

বুধবার, ২২ জুন ২০২২, দুপুর ৪:২২

Capture.JPG

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ম্যাথ ক্লাবের উদ্যোগে গণিত উৎসব উদযাপিত হয়েছে।

বুধবার (২২ জুন) সকাল ১০ টায় র‍্যালি এবং কেক কাটার মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

দুইদিনব্যাপী উৎসবের অংশ হিসেবে আরো থাকবে ফ্ল্যাশমব, গণিত অলিম্পিয়াড, সেমিনার, ইনডোর গেমস, মুভি শো, কালচালার নাইট, র‍্যাফেল ড্র এবং বিভাগের ১৫তম ব্যাচের নবীনবরণ ও ৭ম, ৮ম, ৯ম এবং ১০ম ব্যাচের প্রবীণ বিদায়।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, প্রক্টর কাজী ওমর সিদ্দিকীসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও সকল ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, আমরা ছোট বেলা থেকেই ০ থেকে ৯ শিখে আসছি। শুধুমাত্র সায়েন্স এর জন্য নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে গণিতের গুরুত্ব অপরিসীম। ম্যাথ আত্তস্থ করার বিষয়, সময় দেওয়ার বিষয়। যে নিয়মিত এর চর্চা করে সে ভালো করতে পারবে।

উপাচার্য অধ্যাপক ড. আবদুল মঈন বলেন, গণিত হচ্ছে চর্চার বিষয়। গণিত ছাড়া একটি বিশ্ববিদ্যালয় কোনোভাবেই প্রকৃত বিশ্ববিদ্যালয় হতে পারে না। শিক্ষার্থীদের উচিৎ নিয়মিত গণিত চর্চা করা।