Walton
ads
D Diamond

যুক্তরাষ্ট্র থেকে বন্যার্তদের সাহায্য পাঠানোর উদ্যোগ শাকিবের

আনন্দ কণ্ঠ প্রতিবেদক

শনিবার, ১৮ জুন ২০২২, দুপুর ৩:৫৯

download.jpg

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সিলেটবাসী। শহরের ২০টি এলাকাসহ প্লাবিত হয়েছে পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল। এতে জেলার একেকটি উপজেলা পরিণত হয়েছে বিচ্ছিন্ন দ্বীপে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। যুক্তরাষ্ট্র থেকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শাকিব খান।

শনিবার (১৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব জানিয়েছেন, ‘এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জেনেছি, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যা কবলিত মানুষের দুর্দশা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষের পাশে আছি। তাদের মৌলিক চাহিদা পূরণে আমার সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি।’

পাশাপাশি বন্যার্তদের সহায়তায় একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন এ নায়ক। এ প্রসঙ্গে তিনি জানান, ‘একটি তহবিল গঠনের কথা ভেবেছি; যা থেকে প্রাপ্ত অর্থ ও অন্যান্য সহায়তা পৌঁছে যাবে কষ্টে থাকা সেই সব বানভাসি মানুষের সাময়িক সংকট মোকাবিলায়। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোক। সবার জন্য প্রার্থনা।’

ওই পোস্টে একটি ইমেইল যুক্ত করে শাকিব বলেন, ‘বাংলাদেশ ও প্রবাসে থাকা আগ্রহী বিত্তবানদের কাছে আহ্বান- আপনারাও নিজেদের সামর্থ্যের মধ্য থেকে বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়ান। বন্যা কবলিতদের যে কোনো ধরনের সহায়তা দিয়ে যারা পাশে থাকতে চান, এই ই-মেইলে যোগাযোগ করতে পারবেন [email protected]।’

bp
আর্কাইভ ক্যালেন্ডার
SMTWTFS