Walton
ads
D Diamond

কাতারে ঘুরে দাঁড়াচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক

বুধবার, ২০ এপ্রিল ২০২২, দুপুর ১২:৫৯

21b468ab47e44a662672227c4b5361a373022d7ae5dea0be.jpg

কাতার ফুটবল বিশ্বকাপ ও ঈদ সামনে রেখে ট্রাভেল ও ট্যুরিজম ব্যবসায় ঝুঁকছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। করোনায় দীর্ঘদিন ফ্লাইট বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়ে ব্যবসা। তবে ক্ষতি কাটিয়ে আবারও নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে ট্রাভেল ও ট্যুরিজম ব্যবসা।

প্রতিদিনই টিকিটের জন্য ভিড় করছেন ঈদ উপলক্ষ্যে দেশে ছুটি কাটাতে যাওয়া প্রবাসী বাংলাদেশিরা। ফলে কাতারে আবারও আশার আলো দেখছে বাংলাদেশিদের মালিকানাধীন ট্রাভেল এজেন্সি ও পর্যটনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো।  

করোনার বিধিনিষেধের কারণে দীর্ঘদিন ফ্লাইট বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়লেও ঈদকে সামনে রেখে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দেশে ছুটি কাটাতে যাওয়া প্রবাসী বাংলাদেশিরা। এ ছাড়াও কাতার ফুটবল বিশ্বকাপ সামনে রেখে আরও নতুন নতুন পর্যটনকেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন প্রবাসীরা।

দেশটির বিভিন্ন শহরে গড়ে উঠেছে বাংলাদেশিদের মালিকানাধীন ট্রাভেল এজেন্সি ও পর্যটনকেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘদিনের করোনার ভয়ভীতি কাটিয়ে দেশে পরিবারপরিজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে যাওয়া নিয়ে ব্যস্ত প্রবাসীরা।  

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এসব প্রতিষ্ঠানে মিলছে বিশেষ মূল্যছাড়ও।