Walton
ads
D Diamond

পাহাড়ি ঢলে হাওরের ৫০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে

কিশোরগঞ্জ প্রতিনিধি

রবিবার, ৩ এপ্রিল ২০২২, বিকাল ৭:৩২

safsdf.jpg

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের হাওরে বিস্তীর্ণ এলাকার ৫০০ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে যাওয়ায় মেরামতের জন্য মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে।

জেলার ইটনায় চর এলাকায় পানির নিচ থেকে কাঁচা-পাকা বোরো ধান কেটে তুলছেন কৃষকরা। তবে ধান অপুষ্ট থাকায় তা কৃষকের কোন কাজে আসবে না।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ভারতের আসামের চেরাপুঞ্জিতে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এতে পাহাড়ী ঢলে নদীর পানি বেড়ে যাওয়ায় সুনামগঞ্জ হয়ে প্রবল বেগে পানি ঢুকছে ধনু নদীর অববাহিকা কিশোরগঞ্জের ইটনা উপজেলার জিওলেও হাওরে। রোববার দুপুরে ইটনার ধনু নদীর পানিতে চরের নিম্নাঞ্চলের জমির ফসল তলিয়ে গেছে। পানির তোড় অব্যাহত থাকায় আরও এলাকা তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে।

পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া কাঁচা বোরো ধান কাটার চেষ্টা করছেন কৃষকরা। পানির স্রোত বেশি থাকায় তাও সম্ভব হচ্ছে না। কৃষি বিভাগ তাদের ব্লক সুপারভাইজার ও কর্মকর্তাদের মাধ্যমে যে সমস্ত জমির বোরো ধান ৮০ ভাগ পেকেছে তা দ্রুত কৃষকদেরকে কেটে ফেলার অনুরোধ জানিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ড সময় মতো ফসল রক্ষা বাঁধ মেরামত করতে না পারায় সহজেই পানি চলে যাচ্ছে বোরো জমিতে। এ অবস্থায় কৃষকরা তা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছাইফুল আলম জানান, পাহাড়ি ঢলে ইটনার নিচু এলাকার অনেক বোরো ফসল তলিয়ে গেছে। তবে কি পরিমাণ জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এ মুহুর্তে বলা যাচ্ছে না। সরজমিনে গিয়ে সার্বিক পরিস্থিতি জানা যাবে। আমার দু'জন কর্মকর্তা ইটনার হাওরে অবস্থান করছেন। তাদের কাছ থেকে সন্ধ্যা নাগাদ বিস্তারিত তথ্য জানা যাবে।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান জানান, হাওরের ৭৩টি ফসল রক্ষা বাঁধ সংস্কার করা হয়েছে। তবে জমি অধিগ্রহণ শেষ না হওয়ায় প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ ১২টি বড় ফসল রক্ষা বাঁধ প্রকল্প এখনো শেষ হয়নি। এগুলোর কাজ চলমান আছে।