Walton
ads
D Diamond

নকলায় লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা

নকলা (শেরপুর) থেকে আব্দুল্লাহ আল-আমিন

সোমবার, ২৮ মার্চ ২০২২, রাত ৮:১০

IMG20220317071834.jpg

শেরপুরের নকলায় সবুজ পাতার ফাঁকে হলদেটে লিচুর মুকুলগুচ্ছ লুকোচুরি খেলছে আর উঁকি দিয়ে হাসছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রসালো ফল লিচু গাছের প্রায় প্রতিটিতেই মুকুল এসেছে। যেখানে উড়ে উড়ে মধু সংগ্রহ করছে মৌমাছির দল।

এরই মধ্যে স্বপ্নে বিভোর লিচু চাষিরা ব্যস্ত বাগানের পরিচর্যায়। আগেই কিনে রাখা বাগান দেখে যাচ্ছেন মৌসুমী ফল ব্যবসায়ীরা।

আবহাওয়া অনুকূলে থাকলে প্রচুর লিচু বাজারজাত করতে পারবেন- এমন আশা বাগান চাষিদের।

ভালো ফল পাওয়ার আশায় বাগান চাষিরা লিচু গাছের পরিচর্যা শুরু করেছেন। মুকুল আসার শুরু থেকেই গাছের গোড়ায় পানি দিয়ে যাচ্ছেন। কিছুদিন পর ফুল ঝড়ে পড়ে তা থেকে লিচুর গুটি বের হবে। তখন কীটনাশকসহ বিভিন্ন ভিটামিন জাতীয় স্প্রে করবে কৃষকেরা।

পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের ফখরুল আমিন সিদ্দিকী বলেন, দেশ-বিদেশে জনপ্রিয় রসালো ফল লিচু। সুগন্ধ ও টকমধু স্বাদের জন্য ছোট-বড় সবার কাছেই প্রিয় এ ফলটি। তাইতো মুকুল আসার আগে থেকে ফল আসা পর্যন্ত প্রায় গাছের সঠিক পরিচর্যা খুবই জরুরি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ বলেন, চলতি মৌসুমে এবার উপজেলায় বসতবাড়িসহ বিভিন্ন গাছে প্রচুর মুকুল দেখা দিয়েছে। আমরা লিচু চাষিসহ বসতবাড়িতে থাকা লিচুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গাছের গোড়ায় পানি দেওয়াসহ বাগানে কীটপতঙ্গ, মাকড়সা দূর করার জন্য বালাইনাশক স্প্রে করা, গাছ ও মুকুলের যত্ন নেওয়ার বিষয়ে গাছ মালিকদের সঠিক পরামর্শ দিয়ে যাচ্ছি।