Walton
ads
D Diamond

ড্রোন ক্যামেরায় ভিডিও বানাতে গিয়ে শ্রীলঙ্কায় ‘বাংলাদেশি’ আটক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ নভেম্বর ২০২১, বিকাল ৬:৪৯

dsfzgdfgxd-sdfzsdfg
শ্রীলঙ্কার ঐতিহাসিক দাঁত মন্দির এলাকায় ড্রোন ওড়ানোয় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

শুক্রবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে তাকে আটক করে দালাদা মালিগাওয়া পুলিশ ইউনিট।

পুলিশ বলছে, দাঁত মন্দিরের অন্তর্গত বিশেষ নিরাপত্তা অঞ্চলে বিনাঅনুমতিতে ড্রোন ক্যামেরা ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।

তবে অভিযুক্ত ব্যক্তি জানিয়েছেন, নিজের ইউটিউব চ্যানেলের জন্য ওই ভিডিও ফুটেজ সংগ্রহ করছিলেন তিনি। তার মোবাইল ফোন, ক্যামেরা, ড্রোন ক্যামেরা ও পাসপোর্ট জব্দ করা হয়েছে।

এ বিষয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

উইকিপিডিয়ার তথ্যমতে, শ্রীলঙ্কার পবিত্র দাঁত মন্দির বা শ্রী দালাদা মালিগাওয়া মূলত একটি বৌদ্ধ মন্দির। এটি ক্যান্ডি রাজ্যের রাজপ্রাসাদ চত্বরে অবস্থিত। সেখানে গৌতম বুদ্ধের দাঁতের ধ্বংসাবশেষ রয়েছে। প্রাচীনকাল থেকেই স্থানীয় রাজনীতিতে এই ধ্বংসাবশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। মনে করা হয়, এটি যার কাছে থাকবে সে-ই দেশ শাসন করবে। এই দাঁত একসময় সিংহলি রাজাদের দখলে ছিল। ঐতিহাসিক কারণে গুরুত্বপূর্ণ দাঁত মন্দিরকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয়েছে। সূত্র: ডেইলি নিউজ